• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বেতন, বোনাসের দাবিতে সাভারে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০১৯  

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি সাভার ও আশুলিয়া শাখার উদ্যোগে ঈদের আগে সকল কারখানায় বেতন, বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে হয়েছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সাভারের রানা প্লাজার সামনে সাভার থানা শাখার উদ্যোগে রানা প্লাজা ধসের ৭১ মাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাভার শাখার সংগঠক সেলিনা আক্তার বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, সাভার শাখার সংগঠক শাহ আলম হোসাইন, রূপালী আক্তার, রানা প্লাজায় নিহত শ্রমিক ফজলে রাব্বির মা রাহেলা বেগম

এছাড়া আশুলিয়া থানা শাখার উদ্যোগে আশুলিয়া এলাকায় বিকাল ৪টায় একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় বাবুল হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামা, কেন্দ্রীয় সদস্য এফএম নূরুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

নেতৃবৃন্দ বলেন, প্রতিবারের মতো শ্রমিকদের বেতন বোনাস নিয়ে গড়িমসি না করে যথাসময়ে পরিশোধ করতে হবে বাংলাদেশের অন্যতম রপ্তানী কারক শ্রমিকরা যাতে পরিবার পরিজন নিয়ে মর্যাদার সাথে ঈদ পালন করতে পারে তার জন্য ২০ রোজার মধ্যেই সকল কারখানায় বোনাস পরিশোধ করতে হবে এবার যেহেতু মাসের প্রথমেই পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে তাই বাড়ি যাওয়ার আগে বাসা ভাড়া, দোকান বাকি সমস্ত কিছু পরিশোধ করেই শ্রমিকদের বাড়ি যেতে হবে