• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

চন্দ্রা ও কোনাবাড়ী ফ্লাইওভার উদ্বোধনের পর যানজট নেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০১৯  

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে নবনির্মিত দুটি ফ্লাইওভার উদ্বোধন হওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জয়দেবপুর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কে কোনো যানজট নেই। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভার দুটি উদ্বোধনের পর যানবাহন চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।

বিকেলে গাজীপুর থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের চালক ইদ্রিস আলী জানান, ফ্লাইওভার উদ্বোধনের আগে কোনাবাড়ী এলাকার দুই কিলোমিটার পথ পার হতে এক ঘণ্টা বা আরও বেশি সময় লাগত। আজ মাত্র কয়েক মিনিটে এ পথ অতিক্রম করেছি। কোনাবাড়ী এলাকার মোবাইল ফোন ব্যবসায়ী নাজমুল হাসান জানান, আগে এ সড়কে যানবাহনের দীর্ঘ লাইন থাকত। আজ কোনো যানজট নেই।

সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কের গাজীপুর অংশে নির্মিত কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভার, দুটি সেতু ও একটি আন্ডারপাস উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন।