• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে ২৫ লাখ জাল ডলার তৈরির সরঞ্জামসহ বিদেশি আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০১৯  

গাজীপুরে ২৫ লাখ আমেরিকান ডলার ও ডলার তৈরির জাল সরঞ্জামসহ এক লাইবেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-১। মঙ্গলবার (২৮ মে) সকালে নগরীর মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোস্তফা আলীর (৪০) বর্তমান ঠিকানা উল্লেখ করেছেন ঢাকার বনানীর ডি ব্লকের ১৫ সড়কের ৬৫ নম্বর বাড়ির হোটেল সিটরাস। আটকের পর তিনি র‌্যাবকে পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি। তিনি অবৈধভাবে বাংলাদেশ অবস্থান করছিলেন।

র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, মোস্তফা আলী একমাস পূর্বে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি নাগরিক গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার সাইফুল হকের সাথে বন্ধুত্ব গড়ে তুলে।

মোস্তফা আলী বন্ধু সাইফুল হককে জানায়, তার কাছে বড় অংকের ফান্ড আছে। আফগানিস্তান থেকে ইউএসএ পাঠাতে পারছে না বিধায় তিনি ওই টাকা থেকে ৫.৫ মিলিয়ন ডলার বাংলাদেশে দরিদ্র মানুষের সাহায্যে সাইফুলকে দিতে চায়। কয়েকদিন পর তিনি সাইফুল হকের কাছে কূটনৈতিক এজেন্টের মাধ্যমে একটি কনসাইনম্যান্ট ডেলিভারী পাঠায়। কনসাইনম্যান্ট রিসিভ করতে চাইলে প্রতারক আলী প্রতারণার মাধ্যমে সাইফুলের কাছ থেকে গত ২০ দিনে প্রায় ৮ লাখ টাকা নিয়ে নেয়। পরবর্তীতে সাইফুল প্রতারণার স্বীকার হয়েছেন বুঝতে পেরে ঘটনাটি লিখিতভাবে র‌্যাব-১ এ অভিযোগ করেন। 

র‌্যাব কর্মকর্তা আরো জানায়, মোস্তফা আর্ন্তজাতিক প্রতারক চক্রের সদস্য। খেলোয়াড় বা ব্যবসার কথা বলে বাংলাদেশে এসে কখনো আফগানিস্তানে যুদ্ধ সৈনিক, কখনো জাতিসংঘের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিল। আজ সাইফুলকে ডলার দিয়ে ২৫ লাখ টাকা নেওয়ার কথা ছিল। ফাঁদ পেতে তাকে জাল ডলার তৈরির সরঞ্জামসহ আটক করা হয়।