• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আশুলিয়ায় গ্রামীণ ফেব্রিকসের এপিএম ও সুপারভাইজার বরখাস্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০১৯  

আশুলিয়ার সীমানা ঘেঁষা গাজীপুর মহানগরে নোবেল জয়ী ড. ইউনুসের মালিকানাধীন গ্রামীণ ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় বেতন, বোনাস ও ফারুক নামে এক অপারেটরকে আহত করার ঘটনায় শ্রমিক বিক্ষোভ হয়েছে।

গত সোমবার সকাল ৮টায় কারখানার অভ্যন্তরে শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শ্রমিকেরা বের হয়ে চলে যান। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল থেকে ওই কারখানায় টান  টান উত্তেজনার মধ্যে পাদনে যোগ দেন শ্রমিকেরা।

এ ব্যাপারে শ্রমিকেরা জানান, কারখানার এপিএম মিজানের অসৌজন্য আচরণ ও সুপারভাইজার অনিকের কারখানার চতুর্থতলার সুইং অপারেটর ফারুককে মারধর করা এবং কারখানার সব শ্রমিকের বোনাস, ছুটির টাকা ৩০ মের মধ্যে পরিশোধের দাবিতে প্রায় দুই সহস্রাধিক শ্রমিক উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি বিক্ষোভ করেন। পরে ঘটনায় শ্রমিকদের আন্দোলনের মুখে সুপারভাইজার অনিক দেয়াল টপকে পালিয়ে যান এবং এপিএম মিজানকে কারখানা কর্তৃপক্ষ বহিষ্কার করে। পরে গতকাল সুপারভাইজার অনিককে বহিষ্কার করা হয়। শ্রমিকরা কাজে যোগদান করলেও তাদের বোনাস ও ছুটির টাকা পরিশোধেরও আশ্বাস প্রদান করে কারখানা কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে শ্রমিকেরা জানান।

এ বিষয়ে কারখানার সিকিউরিটি ইনচার্জ আলমগীর হোসেন জানান, সোমবারের ঘটনায় শ্রমিকদের দাবির মুখে কারখানার এপিএম ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করেছে। পরে মঙ্গলবার শ্রমিকরা কাজে যোগদান করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।