• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মুক্তিযোদ্ধাকে উচ্ছেদে রাস্তা বন্ধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০১৯  

সাভারের আশুলিয়ায় এক মুক্তিযোদ্ধাকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে তার জমি দখলের জন্য ইউপি সদস্যসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। প্রায় ১১ দিন বাড়ির ভেতরে আটকা থাকার পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে গত সোমবার রাতে পায়ে চলাচলের পথটি খুলে দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা আবদুল জলিল অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেলোয়ার মাস্টার তার জমিটি নামমাত্র মূল্য দিয়ে ক্রয় করতে চেয়েছিলেন। তবে তিনি নিজের বসতবাড়ি বিক্রি না করতে চাইলে স্থানীয় দেলোয়ার মাস্টার, হাজী সাইজুদ্দিন, জসিম উদ্দিন ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সাদেক ভূঁইয়াকে সঙ্গে নিয়ে তার চলাচলের পথে সীমানা প্রাচীর দিয়ে আটকে দেয়। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, নিজের জীবন বাজী রেখে দেশ স্বাধীন করার জন্য বি-বাড়িয়া এলাকায় তিনি যুদ্ধ করেছিলেন।

অথচ ১১ দিন তার বাড়ির চলাচলের পথ আটকে রেখে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয় কয়েকজন প্রভাবশালী। তবে অভিযুক্ত ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হয়নি।

 

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু এ বিষয়ে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, খবর  পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধার পায়ে চলাচলের জন্য পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে স্থানীয় সমাধান দেওয়া হবে বলেও জানান তিনি।