• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

রেলওয়ে কর্মচারীকে মারধর করায় মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০১৯  

গাজীপুর রেলওয়ের  নির্বাহী প্রকৌশলী ও কর্মচারীকে মারধর করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। জেলা রেলওয়ে সরকারি কর্মচারীদের আয়োজনে মঙ্গলবার  (২৮ মে)  দুপুরে জেলা প্রশাসন প্রধান গেইট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন হয়। 

বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী গাজীপুর শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সভাপত্বিতে উপস্থিত ছিলেন সম্পাদক মো. গোলজার হোসেন আনিছ, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সেলিম শেখ, রাজু আহমেদ, আরিফা খাতুন, মাদুদা খাতুন, জাহিদ হাসান, মো. জহিরুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, আ. রাজ্জাক মিয়া বাপ্পী, কোবাত প্রমুখ। এসময় কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমানের পদত্যাগসহ জড়িত স্টাফদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

গত সোমবার বিকেলে কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সির্টি রেলষ্টেশন রেলওয়ের ক্রসিংয়ে গেইট বন্ধ করলে কালিয়াকৈরের পৌরসভার স্টাফ মোটরসাইকেল নিয়ে যেতে চাইলে বাধা দেয়া হয়। এতে রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী নাজিব কায়সার, গেইট ম্যান মো. জামাল হোসেন ও আসাদুল হককে মারধর করে।