• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শিশু শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষক আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ মে ২০১৯  

সাভারে আট বছরের শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মো. ইসারত (৩৮) নামে মাদ্রাসার প্রধানশিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানা পুলিশ সাভারের রাজফুলবাড়িয়া এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করে। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত একই মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম (৩৫) পলাতক থাকায় এখনো তাকে আটক করতে পারেনি।

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পর অন্য শিক্ষার্থীরা বাসায় চলে গেলেও মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম ওই শিশুটিকে কৌশলে আটকে রেখে শ্লীলতাহানি করে। বিষয়টি জানতে পেরে শিশুটির পরিবারের পক্ষ থেকে শ্লীলতাহানির অভিযোগ এনে মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম এবং মাদ্রাসার প্রধানশিক্ষক মো. ইসারতকে আসামি করে গতকাল মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে মো. ইসারতকে আটক করে। সাভার চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের পরিদর্শক মো. গোলাম নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলার পর অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।