• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

জাবির অধিকতর উন্নয়ন প্রকল্প বন্ধের দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প' এর সকল প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। শিক্ষার্থীদের মতামতবিহীন এবং প্রকল্পের শুরুতেই কতিপয় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে গতকাল বৃহস্পতিবার (৩০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি করেছে ছাত্র সংগঠনটি।

এতে বলা হয়, প্রকল্পের প্রথম ধাপে ছয়টি আবাসিক হল নির্মাণের জন্য ১ মে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র আহ্বান, সংগ্রহ, জমাদান ও শিডিউল সংগ্রহে পাবলিক প্রকিউরমেন্ট আইন ভঙ্গ করাসহ গত কয়েকদিনে ছাত্রলীগের বিরুদ্ধে কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শিডিউল ছিনতাই ও ভয় দেখিয়ে শিডিউল জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও এমন বড় প্রকল্পে ই-টেন্ডার না করে ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করাও দুরভিসন্ধিমূলক যড়যন্ত্রেও আভাস দিয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই 'মেগা প্রকল্প' শুরু হওয়ার প্রাক্কালেই দৃশ্যমান এ সকল অনিয়মের অভিযোগ যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নকে হুমকির মুখে নিক্ষেপ করেছে।

বিজ্ঞপ্তিতে এই প্রকল্পকে বিতর্কের উর্ধ্বে রাখতে প্রকল্পসংশ্লিষ্ট সকল প্রক্রিয়া বন্ধ করে শিক্ষার্থীদের মতামত ও শিক্ষার্থী প্রতিনিধিসহ প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার দাবিও জানান।