• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

ধামরাইয়ে সততা ফুড কারখানা সিলগালা, মালিকের ৩ মাসের জেল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ মে ২০১৯  

ধামরাইয়ে অনুমোদনবিহীন সেমাই ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে একটি কারখানাকে আর্থিক জরিমানার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের নেতৃত্বে ধামরাইয়ের বদরাইলে সততা ফুড কারখানায় এই অভিযান চালানো হয়।

আবুল কালাম আজাদ জানান, অনুমোদন নেই এবং ভেজাল খাদ্য পণ্য তৈরি করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার মালিক আনাজ দেওয়ানকে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কারখানা কর্মচারী মনির হোসেন নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।