• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দুর্ভোগ নেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুন ২০১৯  

মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও কোনো দুর্ভোগ নেই, স্বস্তিতে পার হয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার (৩১ মে) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাইভেটকার, মাক্রোবাসসহ ছোট গাড়ির পাশাপাশি দুরপাল্লার যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। ঘাটে যানবাহন পারাপারে পর্যাপ্তসংখ্যক ফেরি থাকার কারণে  যানবাহনগুলো দুই-তিন ঘণ্টা অপেক্ষা করার নদী পার হয়ে যাচ্ছে।

এ সময় দুই শতাধিক ছোট গাড়িসহ চার শতাধিক যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা নাগাদ যানবাহনের চাপ কমতে শুরু করে। ঘাটের এ পরিস্থিতিকে স্বাভাবিক বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি, পাটুরিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক মহিদ্দীন রাসেল জানান, এ নৌ-রুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে। শনিবার সকালের দিকে ফেরি বহরে আরো দুটি ফেরি যুক্ত হবে। দুপুরের দিকে ঘাটে অপেক্ষমান যাবাহনের সংখ্যা একটু বেশি হলেও বিকালের দিক কমে যায়। কোনো যানবাহন দীর্ঘ সময় ঘাটে পারের অপেক্ষায় বসে থাকছে না, পর্যায়ক্রমে পার হয়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিএ'র নৌ-ট্রফিকের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম জানান, পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজীর হাট নৌ রুটে যাত্রী পারাপারের জন্য ৩৪টি লঞ্চ রয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামলাতে সকল লঞ্চগুলো সক্ষম।

কুষ্টিয়াগামী যশোর পরিবহনের চালক সোহেল আরমান জানান, ঘাট পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘাটে এসে যতটুকো অপেক্ষা করতে হচ্ছে তা স্বাভাবিক সময়ের মতোই।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, ঘাট এলাকায় ট্রাফিক বিভাগ জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি এবার ঘরমুখো মানুষ এ ঘাট দিয়ে স্বস্তিতে পার হয়ে যেতে পারবে।