• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

নাগরপুরে কৃষি শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণ শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুন ২০১৯  

নাগরপুরে শুরু হয়েছে কৃষি শুমারির সমন্বয়কারী প্রশিক্ষণ। গতকাল শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে নয়টায় গয়হাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীনের উপস্থিতিতে মোট ৩৪ জন মাঠ সমন্বয়কারী ও ৫ জন ফিল্ড সুপারভাইজারের প্রশিক্ষণ কার্য্যক্রম শুরু হয়।

অনেক ক্ষেত্রে বেড়েছে প্রযুক্তির ব্যবহার। ফলে অর্থনীতিতে কৃষির ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে প্রতি ১০ বছর পরপর করা হয় কৃষি শুমারি। এরই ধারাবাহিকতায় আবারও করা হচ্ছে কৃষি শুমামি। মাঠপর্যায়ে এই শুমারি শুরু করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মাধ্যমে কোন কোন ফসল কী পরিমাণ উৎপাদন হয় বা এসব উৎপাদনে কত মানুষ জড়িত, সেসব তথ্য উঠে আসবে। এই শুমারির মাধ্যমে সারাদেশের শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে।

সমন্বয়কারীদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন গয়হাটা ইউপি চেয়ারম্যান  মোঃ আসকর আলী। এই শুমারিতে অর্থায়ন ও কারিগরি সহায়তা করবে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা এফএও। সবাই মিলে ভালোভাবে শুমারির কাজ শেষ করতে হবে।