• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দুই সহকর্মীর ধর্ষণের শিকার আশুলিয়ার নারী শ্রমিক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০১৯  

ইন্টারনেটে আপত্তিকর ছবি ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে রাজধানীর আশুলিয়ায় হামীম গ্রুপের একটি কারখানার এক নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করেছে ওই কারখানারই দুই অপারেটর একপর্যায়ে ধর্ষকদের আটক করা হলেও আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ না করে তাদের ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে

ধর্ষিতা নারী শ্রমিক জানান, অভাবের তাড়নায় আশুলিয়ায় এসে হামীম গ্রুপের একটি কারখানায় হেলপার হিসেবে চাকরি নেন তিনি চাকরির প্রথম দিনই কারখানার অপারেটর আব্দুর রশিদ তাকে জানান, কারখানায় ভালোভাবে চাকরি করতে হলে এবং শিখতে হলে তার ও অপারেটর রবিউলের মন জুগিয়ে চলতে হবে পরদিন ২৬ রমজান কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে অপারেটর আব্দুর রশিদ ও রবিউল তার গতিরোধ করে চিত্রশাইল সোনামিয়া মার্কেট এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করে এ সময় তাকে ভয় দেখিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি তোলে রবিউল ও রশিদ পরে এসব ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে তারা তাকে ধর্ষণ করে গত ২১ বৃহস্পতিবার জুন  রবিউল ও রশিদ আবারো তাকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলে ওই নারী শ্রমিক তাদের সাথে কোথাও যাবেন না বলে জানিয়ে দেন এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই নারীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়

পরে এ ঘটনা সহকর্মীরা জেনে গেলে ওই নারী শ্রমিক চাকরি ছেড়ে দিয়ে ধর্ষকদের বিরুদ্ধে কারখানার জিএম হারুনর রশিদের কাছে অভিযোগ দেন কারখানার জিএম রবিউল ও আব্দুর রশিদকে ডেকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে কারখানায় আটক রাখে পরে অভিযুক্তদের পুলিশে না দিয়ে রহস্যজনক কারণে ছেড়ে দেয়া হয় এ ব্যাপারে হারুনর রশিদ জানান, যেহেতু ঘটনাটি কারখানার বাইরের, তাই ঝামেলা এড়াতে তাদের ছেড়ে দেয়া হয়েছে

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই রামকৃষ্ণ গতকাল শনিবার গণমাধ্যমকে জানান, ধর্ষিতা নারী শ্রমিক আশুলিয়া থানায় এসে রবিউল ও আব্দুর রশিদের বিরুদ্ধে ধর্ষণের একটি লিখিত অভিযোগ দিয়েছে বিষয়টির আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ধর্ষকদের আটক করতে পারেনি