• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

প্রেমিক যুগলকে অপহরণের পর মুক্তিপণ আদায়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০১৯  

ঢাকার ধামরাইয়ে প্রেমিক যুগলকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের পর মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত বখাটেদের বিরুদ্ধে শুধু তাই নয় প্রেমিক যুগলকে শ্লীলতাহানিরও গুরুতর অভিযোগ করা হয়েছে ওই বখাটেদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ড গ্রামে

 

সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, রাজধানী ঢাকার মিরপুর কোর্টবাড়ি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ রাজবংশীর ছেলে কৃষ্ণ রাজবংশী (১৯) তার প্রেমিকা জয়পুরা গ্রামের রাজবংশীয় এক কন্যাকে নিয়ে ভগ্নিপতি ধামরাই উপজেলার জলশীন গ্রামে বেড়াতে যায় এরপর সকাল ১১টার দিকে ওই প্রেমিক যুগল পাশের শিতীপাল্লী আলাউদ্দিন পার্কের সামনে যায়

 

এ সময় এলাকার চিহ্নিত  সানি ও সোরহাবের নেতৃত্বে ৫-৭ বখাটে ওই প্রেমিক যুগলকে অপহরণ করে নিয়ে আসে লাড়ুয়াকুন্ড এলাকার উজ্জল ওরফে জামাই উজ্জলের পোল্ট্রি ফার্মে এরপর প্রেমিক যুগলের মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিবারের কাছে মুক্তিপণ হিসাবে দাবি করে ৩০ হাজার টাকা পরিবারের লোকজনের আসতে বিলম্ব দেখে ওই বখাটেরা ওই প্রেমিক যুগলকে শ্লীলতাহানিও করেছে বলে অভিযোগ উঠেছে

 

খবর পেয়ে কোনো উপায়ন্তর না দেখে কৃষ্ণ রাজবংশীর ভগ্নিপতি গোবিন্দ রাজবংশী এবং মেয়ের অভিভাবক হিসেবে নরেন্দ্র রাজবংশী বিকেলে বখাটেদের কথামত লাড়ুয়াকুন্ড জামাই উজ্জ্বলের ওই পোল্ট্রি ফার্মে যায় এবং হাত পায়ে ধরে মুক্তিপণ হিসাবে ৩০ হাজার হাজার টাকা প্রদান করে

 

সরেজমিনে গেলে সাংবাদিকদের পরিচয় পেয়ে সানি ও সোরহাব নামের ওই বখাটে গাঁ-ঢাাকা দেয় তবে এ ব্যাপারে কথা হয় পোল্ট্রি ফার্মের মালিক উজ্জ্বল ওরফে জামাই উজ্জ্বলের সঙ্গে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন তবে ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের কথা অস্বীকার করে ১১ হাজার টাকা আদায়ের কথা স্বীকার করেন উজ্জল

 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, এদের অত্যাচার ও জুলুম নির্যাতনে এলাকাবাসী অতীষ্ঠ এদের কবল থেকে এলাকাবাসী মুক্তি চায় তারা আরো জানায়, উজ্জলের পোল্ট্রি ফার্মে প্রতিনিয়ত মাদক বিক্রেতাদের আনাগোনা হয় উল্লেখ প্রায় ছয় মাস আগে ইয়াবাসহ ধামরাই থানা পুলিশ আটক করে

 

এ ব্যাপারে ধামরাই থানার ওসি অপারেশন মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি এই প্রথম সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হলাম লিখিত অভিযোগ এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে