• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলো ৮০ শিক্ষার্থী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০১৯  

মানিকগঞ্জে ঘিওর উপজেলার ধলন্ডী গ্রামের এক গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলো ৮০ জন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র।

শনিবার ২২ জুন সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা হাজির হয় ধলন্ডী গ্রামের ধানের ক্ষেতে। শিক্ষার্থীরা কাস্তে হাতে নেমে পড়ে গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কাটার জন্য।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে ওই দুই বিঘা জমির ধান কেটে এবং পরে তা মাড়াই করে ধান বস্তায় ভরে কৃষককে বাড়ী পৌছে দেয় শিক্ষার্থীরা ।

বেসরকারি সংগঠন বাংলাদেশ পল্লী কৃষি উন্নয়ন সমাজ নামের এই সংগঠনটি দুইশত সদস্য নিয়ে কৃষকের মুখে হাসি ফোটাতে তাদের এ প্রয়াস। এমনটি জানালেন সংগঠনটির  সভাপতি মোঃ হারুন।

বেশ কিছুদিন আগে ধান কাটার উপযোগী হলেও কৃষক লতিফ টাকার অভাবে ধান কাটতে না পারায় এমন খবর শুনে সংগঠনটি তাকে সহযোগিতার উদ্যোগ নেয়। আর ধান কেটে দেওয়ায় খুশি গরিব কৃষক ও এলাকাবাসী।

ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ পান্নু মিয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে ধান কাটার সময় উপস্থিত ছিলেন।