• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সুমনের জন্য হাত বাড়ান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন জহির সুমন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রাক্তন এ শিক্ষার্থী একজন ডিজাইনার। ৩৯ বছর বয়সী সুমন বৈশাখী টেলিভিশনে কাজ করতেন।

শৈশবে বাতজ্বরে আক্রান্ত হয়েছিলেন সুমন। পরিণত বয়সে রোগটি তার শরীরে নানা জটিলতা তৈরি করে। হৃৎপিণ্ডের একটি ভালভ অকেজো হয়ে পড়েছে তার। হৃদ্‌রোগ ফুসফুসের সংক্রমণের চিকিসা চলাকালে তার স্ট্রোক হয়। এখন তার পরিস্থিতি সংকটজনক।

সামগ্রিক ঝুঁকি বিবেচনায় দেশের ডাক্তাররা সুমনের অস্ত্রোপচার করতে পারছেন না। বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে। চিকিসার পুরো ব্যয় সুমনের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

দ্রুত বিদেশে নিয়ে না গেলে তার আবার স্ট্রোক হওয়ার আশঙ্কা আছে।

সুমনের চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ েকে অনুরোধ জানানো হয়েছে।

সাহায্য পাঠানো যাবে: নাজমুল হক রেজওয়ান, ব্যাংক এশিয়া, অ্যাকাউন্ট নম্বর ৫০৩১১০০৬০২৫। অ্যাকাউন্ট নাম: মো. জহিরুল হক, যমুনা ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর ০০০১০৩১০০৭০৭৫৯। বিকাশ ব্যক্তিগত অ্যাকাউন্ট: ০১৯১১৫৮৮৫৬৩।