• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত গাজীপুর জেলা প্রশাসক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম জেলায় তার দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। একটি গণমুখি প্রশাসন গড়ে তুলতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নসহ সকল বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা কামনা করেন।

গতকাল সোমবার সকালে তিনি জেলায় যোগদানের প্রথম কর্মদিবসে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় সাংবাদিকগণ জেলা প্রশাসকের সকল গণমুখি কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাংবাদিকরা জেলার যানজট পরিস্থিতি, মাদক নির্মূল, ময়লা-আবর্জনা, অবৈধভাবে সরকারি জমি, জলাশয়-পুকুর দখলসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সভায় সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসার উদ্দিন। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন, মো. আমিনুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন, আবু হানিফা প্রমুখ।

 সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শফিউল্লাহ, এনডিসি কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে নতুন জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে পৌঁছালে সরকারি বিভিন্ন দফতরের প্রধানগণ ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।