• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

কৃষিজমি রক্ষায় মানিকগঞ্জে কৃষকদের মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কৃষিজমির মাটিকাটা ও রাস্তার ক্ষতি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন স্থানীয় লোকজন।

মানববন্ধনে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী মনসুরের সভাপতিত্বে আব্দুর রউফওয়াজেদ লাবু, কায়কোবাদসহ ক্ষতিগ্রস্থ কৃষকরা বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঘিওর উপজেলার গাংডুবী এলাকার ফসলী কৃষিজমি থেকে ভেকুদিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছে। এতে দিন দিন এই এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং মাটি আনা নেওয়ার ফলে গ্রামীন রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাটিকাট বন্ধ ও ড্রামট্রাক চলাচল বন্ধ করা না হলে ব্যাপক ক্ষতিগ্রস্থ্য হবে স্থানীয়রা। এসব বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন কৃষক ও স্থানীয়রা।