• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বর্ষার শুরুতেই নৌকার হাট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

নদীমাতৃক দেশ বাংলাদেশ তাই বর্ষা মৌসুম আসলেই পানিতে তলিয়ে যায় নদী পাড়ের এলাকাগুলোর পথ-ঘাট এসময় এসব এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা তাই প্রতি বছরের মতো এবারো বর্ষার শুরুতেই জমে উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার নৌকার হাট

তবে নৌকা তৈরির বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি নৌকার মূল্য এতে খুব একটা লাভ হয়না বলে জানান বিক্রেতারা

বর্ষার মৌসুম এলেই বাড়তে থাকে  নদ-নদীর পানি পানি বাড়ার সাথে সাথে তলিয়ে যায় নদী পাড়ের আশপাশের এলাকাগুলোর রাস্তাঘাট এসময় নদী পাড়ের মানুষগুলোর যাতায়াতের একমাত্র ভরসা হয়ে ওঠে ডিঙ্গি নৌকা তাই বর্ষার শুরুতেই জমে উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার নৌকার হাট

এ সপ্তাহের হাটে ক্রেতা সমাগম বেশি হওয়ায় বেচাকেনাও বেশ ভালো বলে জানান বিক্রেতারা

তবে নৌকার দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের আর বিক্রেতারা বলছেন, নৌকা তৈরির বিভিন্ন উপকরণের মূল্য বাড়ালেও বাড়েনি নৌকার দাম

ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রোমান মুন্সি জানান, গত সপ্তাহে ৫/৭ টি নৌকা বিক্রি হয়েছে এবং এ সপ্তাহে বেশ কয়েকটি নৌকা বিক্রি হয়েছে তাই দূরদূরান্ত থেকে নৌকার হাটে আগত ক্রেতা বিক্রেতাদের রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝিটকা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অতি শীঘ্রই একটি বসার জায়গার ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি

জানা যায়, বর্ষা মৌসুমের তিন মাস, সপ্তাহে একদিন প্রতি শনিবার এই নৌকার হাট বসে