• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

চাঁদাবাজি করতে গিয়ে আটক ৩

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

সাভার থানার ব্যাংক টাউন বটতলা এলাকায় সরদার মেডিকেলে (ওষুধের দোকান) চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন তিনজন। স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় দুইজন পালিয়ে গেছেন।

আটককৃতরা হলেন- সাভারের জালেশ্বর এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে মো. মহাসীন হোসেন বাবু, রেডিও কলোনির মৃত শফিকুর রহমানের ছেলে মঞ্জুর রহমান ও নয়াবাড়ি এলাকার মো. আব্দুল মতিনের ছেলে মো. খোকন।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে মো. মহাসীন হোসেন বাবু তার দলবল নিয়ে ব্যাংক টাউন বটতলায় রাজিবুর রহমানের সরদার মেডিকেলে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় দোকানে ছিলেন রাজিবুর রহমানের ভাই আতাউল গনি মুন্না।

আতাউল গনি মুন্না চাঁদা দিতে অস্বীকার করলে মহাসীন বাবু ও তার দলবল নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। একসময় চাঁদা না পেয়ে মুন্নাকে মারধর করে এবং অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা এগিয়ে আসে এবং সাভার মডেল থানায় খবর দেয়া হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে সাভার মডেল থানায় নিয়ে যায়। সাভার মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে আতাউল গনি মুন্না সাংবাদিকদের জানান, এক সপ্তাহ আগেও মহাসীন বাবু তার দলবল নিয়ে সরদার মেডিকেল থেকে ২৫ হাজার টাকা চাঁদা নিয়ে গেছেন।