• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

বাসাইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন করেছেন সোমবার (১জুলাই) সকাল নয়টা থেকে পৌরসভা কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচী শুরু করেন

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহ্বানে ও টাঙ্গাইল জেলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে চলমান এ কর্মসূচীতে অন্যদের মধ্যে জেলা পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসাইল পৌরসভার সচিব আব্দুস সালাম ও বাসাইল পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম ভূইয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচীতে অংশ নেন

আব্দুস সালাম জানান, জেলার সবগুলো পৌরসভায় আজ বিকেল পাঁচটা পর্যন্ত টানা এ কর্মসূচী চলবে এছাড়াও আগামীকাল মঙ্গলবার (২ জুলাই) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলার সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচী পালন করা হবে