• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

সিঙ্গাইর পৌর কর্মকর্তাদের দিনব্যাপী কর্মবিরতি পালন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

'শ্রম অনুপাতে মর্যাদা চাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা চাই' এই প্রতিপাদ্যকে ধারণ করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাঘার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন দেওয়ার দাবিতে গতকাল সোমবার পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়

পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সিঙ্গাইর শাখার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর সচিব তায়েব আলী, ও উপসহকারী প্রকৌশলী ও শফি মাহমুদ, আব্দুল বাতেন প্রমুখ

বক্তারা বলেন, সরকারি কোষাগার থেকে বেতন ভাতা না পাওয়ায় অর্থাভাবে দেশের অধিকাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও পেনশনসহ সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকারের প্রতি জোড় দাবি জানান অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা

 

এ সময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তাজিয়া ইসলাম, সিঙ্গাইর পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোলাইমান সিদ্দিকী ও হিসাব রক্ষক আনিসুর রহমান, কর আদায়কারী মিজানুর রহমান ও সেনেটারি ইন্সপেক্টর শাহানাজ সরদারসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন