• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

জাবিতে আন্ত‍ঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু বুধবার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে দু’দিনব্যাপী আন্ত‍ঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে জাহাঙ্গীরনগর থিয়েটার। 

৩ ও ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ জুলাই) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয়বারের মতো আন্ত‍ঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে জাহাঙ্গীরনগর থিয়েটার। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগ অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক শৌমিক বাগচী বলেন, এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংস্কৃতিক চর্চার মাধ্যমে মূল্যবোধ, সম্প্রীতি, কৃষ্টি তথা সামাজিক গুণাবলী বিকাশে সহায়ক হবে।