• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

গাজীপুরের হ্যালিবোর্ড বাগান থেকে ৫ ডাকাত গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  

গাজীপুরের হ্যালিবোর্ড বাগান থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে

গতকাল রবিবার র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন

আটককৃতরা হলো গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ভীমবাজার এলাকার আব্দুল কাছেদের ছেলে মো. জুয়েল রানা (৩৪), একই থানার পোড়াবাড়ী (উত্তর সালনা) এলাকার নুরুল ইসলামের ছেলে খোকন মিয়া (২৬), বাহাদুরপুর এলাকার মৃত আ. খালেকের ছেলে মফিজুল আলম ওরফে মোরশেদ (৪০), সালনা বাজার এলাকার জলিল মোক্তারের ছেলে মেহেদী হাসান ওরফে রনি (২৬) এবং ময়মনসিংহের ত্রিশাল থানার পোড়াবাড়ি এলাকার আব্দুস সালামের ছেলে আবু তাহের (২৫)

র‌্যাব-১ এর ওই কর্মকর্তা জানান, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ভীমবাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে শনিবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল অবস্থান করছে গোপনে এমন খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা উত্তর সালনার শাহ ফছীহ পাগলার মাজারের পাশে হ্যালিবোর্ড বাগানের ভেতরে অভিযান চালায় এ সময় র‌্যাব সদস্যরা সেখান থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে হাতেনাতে আটক করে আটকদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু, ১টি ছুরি, ৪টি মোবাইল ফোন, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪২০ টাকা জব্দ করা হয়

র‌্যাব কর্মকর্তা আরও জানান, তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল তারা নারী পথচারীদের ধর্ষণও করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে