• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

পদ্মা সেতু নিয়ে গুজব: আশুলিয়ায় গ্রেপ্তার যুবক রিমান্ডে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯  

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আশুলিয়া থেকে গ্রেপ্তার একজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত

আকরাম হোসেন (৩৩) নামের ওই যুবকের নিউজআই২৪ডটকম নামে একটি ওয়েবসাইট রয়েছে তিনি ওই পোর্টালের সম্পাদক ও প্রকাশক বলে আশুলিয়া থানার ওসি রিজাউল হক জানিয়েছেন

আশুলিয়া থানা পুলিশ শনিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে চাইলে ঢাকার বিচারিক হাকিম রাজীব হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন

গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার টংগাবাড়ী এলাকা থেকে আকরামকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব

আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে’ বলে গুজব ছড়িয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে

ওসি রিজাউল হক বলেন, আকরাম হোসেন পদ্মা সেতু নিয়ে তার ফেইসবুক পেইজে অপপ্রচার চালিয়েছেন অভিযোগে র‌্যাব-১ এর সদস্যরা আটক করে তাকে থানায় সোপর্দ করে