• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

রেলওয়ের জায়গা দখল করে ব্যবসা, ভেঙে দিল কর্তৃপক্ষ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

গাজীপুরের টঙ্গীতে আবাসিক হোটেলসহ ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ রোববার সকাল থেকে বিকেল পযর্ন্ত টঙ্গী রেলওয়ে জংশনের পশ্চিম ও উত্তর পার্শ্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী সিরাজ উদ্দিন প্রমুখ

সম্পত্তি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, টঙ্গী জংশন এলাকায় অবৈধ দখলদাররা রেলওয়ের জায়গা দখল করে বহুতল ভবনসহ বহু স্থাপনা তৈরি করে মাদকসহ অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল তাদের মধ্যে দুই-একজনের লিজ দেয়া থাকলেও তা এরমধ্যে বাতিল করে তাদের নোটিশ দেয়া হয় কিন্তু তারা তা উপেক্ষা করে এসব জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে

ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, তার লিজের মেয়াদ থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে তার দুইতলা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয়া হয়েছে