• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

কালিয়াকৈরে বেকারি কারখানা সিলগালা ও খাবার হোটেলকে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারি কারখানা সিলগালা ও একটি খাবার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার উপজেলার হিজলহাটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ‘মা-বাবার দোয়া কেক ঘর’ সিলগালা ও মালামাল জব্দ এবং এক রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় মা মদিনা ফুড গার্ডেন নামের বেকারি দোকান থেকে গত ৭ জুলাই জন্মদিনের কেক কেনেন স্থানীয় আবুল হাশেম ওই কেক খেয়ে শিশু, নারীসহ ১০ থেকে ১২ জন অসুস্থ হয়ে পড়ে এ ঘটনায় আবুল হাশেম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এর পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত উপজেলার হিজলহাটি এলাকায় কেক তৈরির কারখানায় অভিযান চালান এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরির অভিযোগে ওই বেকারি কারখানা সিলগালা ও মালামাল জব্দ করা হয় এ ছাড়া পাশের ‘আল্লাহ তায়ালার দান হোটেল অ্যান্ড চা স্টল’ মালিক জুয়েল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়