• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১ জন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

শরীরে জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জন রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত বলে জানিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক সফিকুল ইসলাম সজিব

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ঘুরে সাত রোগীর সন্ধান পাওয়া গেছে অপর চারজন বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি রয়েছেন

হাসপাতালে ভর্তি রয়েছেন, গোপালপুর থানার মুকিন্দবাড়ী গ্রামের রাসেল, নাগরপুর থানার ঘুনিপাড়া গ্রামের আশিক, সদর থানার বেলতা গ্রামের তানভির হাসান, বিশ্বাস বেতকা গ্রামের আব্দুস সালাম খান, মির্জাপুর থানার গুল্লি গ্রামের জোবায়ের, দেলদুয়ার থানার এলাসিন গ্রামের শুভ সাহা, বাসাইল থানার বাথুলী সাদী গ্রামের মিজান খান তারা সবাই কাজের সুবাদে ঢাকায় থাকতেন বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরে পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক সফিকুল ইসলাম সজিব বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে আসেন বাড়িতে আসার পর রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে

হাসপাতালে ডেঙ্গু জ্বর নির্ণয়ের কোনো যন্ত্রপাতি না থাকায় চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে অবস্থায় চিকিসা সেবা দিতে খুব হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি

তিনি বলেন, জ্বর হলেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে এতে আতঙ্কিত না হয়ে নিকটতম হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর পরামশ্য দেন তিনি

এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের কোনো ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলের ক্লিনিকগুলোর উপর ভরসা করতে হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের শহরে মাত্র ৩/৪টি ক্লিনিকে ডেঙ্গু রোগের পরীক্ষা হচ্ছে প্রতিদিনই ভিড় বাড়ছে ওই ক্লিনিকগুলোতে এ সুযোগে ক্লিনিকগুলো রোগীর কাছ থেকে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে

তবে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহিম রিপন বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য সরকারি ভাবে ৫০০ টাকা নেয়ার নির্দেশনা রয়েছে এর বাইরে টাকা নিলে ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে