• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গু প্রতিরোধে জাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান জোরদার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে জীবাণুবাহী এডিস মশার প্রজনন ও বিস্তাররোধে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ইতোমধ্যে জোরদার করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের ক্লিনার, সুইপার ও মালীদের সব ছুটি বাতিল করা হয়েছে রোববার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়

জাবি জনসংযোগ অফিস জানায়, ‘ক্যাম্পাসে মশা মারার ওষুধ স্প্রে করা হচ্ছে আবাসিক হল, বাসাবাড়ি, অনুষদ বিল্ডিং ও অফিসে ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার করা এবং নানাস্থানে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হয়েছে এডিস মশা মুক্ত ক্যাম্পাস গড়তে সকলের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

উল্লেখ্য, গতকাল শনিবার (২৭ জুলাই) কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উখিংনু রাখাইন নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে তিনি ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তন ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী ছিলেন নিহত ছাত্রীর পরিবার জানায়, বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন উখিংনু পরে তাকে বাড়িতে নিয়ে এলে জ্বর বাড়তে থাকে এক পর্যায়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে পরে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে উখিংনু মৃত্যু হয়