• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ক্ষতিগ্রস্ত সড়ক অচিরেই মেরামত হবে :এমপি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত কাজ শুরু হবে

গত শুক্রবার বিকেলে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া হতে কামারপাড়া পর্যন্ত ৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য নির্মাণাধীন সড়ক পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের একথা বলেন বুধিরপাড়া হতে কামারপাড়া পর্যন্ত নির্মাণাধীন সড়কটি গত অর্থ-বছরে প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে কিন্তু চলতি বছরের বন্যায় সড়কটির ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য এলাকাবাসী দাবি জানালে বিকেলে একাব্বর হোসেন এমপি সড়কটির পরিদর্শনে যান