• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

জাবির বিজ্ঞান ক্লাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

জাবির বিজ্ঞান ক্লাবের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের(জেইউএসসি) ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী যাপন করেছে সংগঠনটি শনিবার (১৭ আগষ্টসন্ধ্যা  ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই অনুষ্ঠান পালন করা হয়

জাবির বিজ্ঞানভিত্তিক এই সংগঠনের সদস্যরা কেক কাটার মাধ্যমে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করে এ সময় সংগঠনের উপদেষ্টা গণিত বিভাগের  অধ্যাপক আব্দুর রব এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ হোসাইন, সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম, সেক্রেটারী গোলাম রাব্বনী, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাজসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন

প্রসঙ্গত, সংগঠনটি বিজ্ঞান মনস্ক মানুষ তৈরীর লক্ষ্যে জাতীয়ভাবে কাজ করে যাচ্ছে ২০০৫ সালে 'বিজ্ঞান মুকুল' নামে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৪ সালে সংগঠনটি নাম দেওয়া হয় 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব' জ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের রেজিষ্টারভুক্ত এই সংগঠনটি  জাতীয় গণিত অলিম্পিয়াড বিজ্ঞান মেলা, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর ওয়ার্কসপসহ সারাবছর বিভিন্ন প্রতিযোগিতার  আয়োজন করে থাকে