• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ছেলেকে মারধর করায় ছুরিকাঘাতে হত্যা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

টাঙ্গাইলের নাগরপুরে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগমকে হত্যার সোয়া দু’বছর পর এই হত্যার রহস্য উদঘাটিত হয়েছে জাকিয়ার ছোট বোনের সাবেক স্বামী লাভু মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে গত শুক্রবার সন্ধ্যায় আদালতে জবানবন্দি দিয়েছেন

লাভু মিয়াকে ছেড়ে তার স্ত্রী অন্যের সঙ্গে চলে যাওয়ায় এবং স্ত্রীর ভাই রওশন আলী ও স্ত্রীর বড়বোন জাকিয়া বেগম লাভুর ছেলেকে মারধর করায় তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন

মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নাগরপুর উপজেলার আগদিঘুলিয়া গ্রামের সৌদি প্রবাসী সোনা মিয়ার স্ত্রী জাকিয়া বেগম (৫০) ২০১৭ সালের ৩ জুন রাতে নিজ বাড়িতে খুন হন ঘটনার পরদিন জাকিয়ার ভাই রওশন আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নাগরপুর থানায় মামলা করেন মামলাটি প্রথমে নাগরপুর থানা পুলিশ তদন্ত করেন পরে গত বছর আগস্ট মাসে এর তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক একেএম রেজাউল করিম জানান, তাদের তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে জাকিয়া বেগমের বোনের স্বামী লাভু মিয়ার সম্পৃক্ততার বিষয়টি বের হয়ে আসে ঘটনার পরপরই লাভু মিয়া মালয়েশিয়া চলে যান এবার ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন খবর পেয়ে পিবিআইয়ের একটি দল তাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দি দিতে রাজি হন পরে তাকে শুক্রবার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করা হয় তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়

আদালত ও পিবিআই সূত্র জানায়, জবানবন্দিতে লাভু মিয়া জানিয়েছেন এক লাখ টাকার বিনিময়ে একজন হত্যাকারীকে সঙ্গে নেন পরে ওই হত্যাকারীসহ ঘটনার দিন জাকিয়া বেগমের বাড়িতে গিয়ে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ড ঘটান