• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বিচার দাবিতে টঙ্গীতে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

গাজীপুরের টঙ্গীর সাতরং গেইট এলাকায় জাতীয় শোক দিবসে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে  এলাকাবাসী  

জানা যায়, গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উল্লেখিত এলাকায় মহিলা আওয়ামী লীগ কর্মী রুবী  আক্তারের নেতৃত্বে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয় সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ফারুক সরকার মো. হান্নানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অনূষ্ঠানস্থলে অতর্কিত হামলা চালায় হামলাকারীদের লাঠিসোটা ধারালো অস্ত্রের আঘাতে মহিলা লীগ কর্মি রুবি আক্তারসহ (৩৫), রাবেয়া বেগম (৩৯), রেজিয়া বেগম (৬০), শফিক (২৫) গুরুতর আহত হয় তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এদের মধ্যে আশংকাজনক অবস্থায় রুবিকে হাসপাতালে ভর্তি রয়েছে

মানববন্ধনে রাবেয়া বেগম অভিযোগ করে জানান, হামলাকারীরা তাদেরকে নির্দয়ভাবে মারধর করেই ক্ষান্ত হয়নি,তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুর করেছে তিনি প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সূষ্ঠু বিচার দাবি করেন