• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জে ৫১১ পুজা মন্ডপ প্রস্তুতি শেষের দিকে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

মানিকগঞ্জে শারদীয় দূর্গাউৎসবের প্রস্তুতি সম্পন্নের পথে। বেশিরভাগ মন্টপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রতিমায় রং দেয়া আর শাড়ি পরানোর কাজ। সেটিও সম্পন্নে পথে। হিন্দু সনাতন ধর্ম্বালম্বীদের অপেক্ষা শুধু পূজোর দিনক্ষণের। মন্টপের নিরাপত্তা রক্ষায়  থাকছে সাড়ে ৫ শত পুলিশ ও প্রায় আড়াই হাজার আনসার বাহিনীর সদস্য মিলিয়ে তিন হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহীনির সদস্য। 

 

মানিকগঞ্জের সাত উপজেলায় গত বছরের তুলনায় এবার বেড়েছে দশটি পূজা মণ্ডপ। পুরো  জেলায় এবছর মণ্ডপ তৈরী হয়েছে ৫১১টি। কারিগররা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরীর কাজ   শেষ করেছে। এখন ব্যস্ত সময় পার করছে প্রতিমা রাঙাতে সাজাতে। দিনরাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা।

 

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট অসীম কুমার বিশ্বাস জানান, শান্তিপুর্ন সৌহার্দ পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালনে এবার তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে।

 

জেলা পুলিশ পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, প্রতিটি মণ্ডপের নিরাপত্তা রক্ষায় প্রতিমা বিসর্জন পর্যন্ত থাকবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি।

 

মানিকগঞ্জ পুলিশের ডিএসবি শাখার এএসপি হামিদুর রহমান সিদ্দিকী জানালেন, এবার জেলায় ৫১১টি পুজা মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এগুরোর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌরসভাসহ ১০৮টি দুর্গা মন্ডপে পুজা অনুষ্টিত হবে।এছাড়া শিবালয় উপজেলায় ৮৪টি,সিংগাইর সদর উপজেলা ও পৌরসভাসহ উপজেলায় ৭২টি,ঘিওর উপজেলায় ৬৮টি,হরিরামপুর উপজেলায ৬৫টি, সাটুরিয়া উপজেলায় ৬৭টি ও দৌলতপুর উপজেলায় ৪৭টি পুজা মন্ডপ রয়েছে।

 

এদিকে জেলা আনসারের উপ-পরিচালক মো. জানে আলম সুফিয়ান জানালেন,সাধারণ পুজা  মন্ডপে ৪জন,  গুরুত্বপুর্ন পুজামন্ডবে ৭ জন আনসার ও অধিক গুরুত্বপুর্ন পুজামন্ডবে ৮ জন করে আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সব মিলিয়ে দুই হাজার ৪৭০ জন নারী পুরুষ সদস্য পুজা মন্ডপ গুলেঅতে দায়িত্ব পালন করবেন।