• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কোনো মন্ত্রণালয়ে দুর্নীতি নেই- প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯  

মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, বাংলাদেশে কোনো মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে না। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা  করেছে। তাই দুর্নীতির কোনো সুযোগ নেই। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ও  দুর্নীতিমুক্ত। 

রবিবার দুপুরে সাভারের সিএনবি এলাকায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদফতর ঢাকা’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। বাংলাদেশ থেকে এখন মাছ মাংস বিদেশে রফতানি করা হচ্ছে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ উদ্দিন মন্ডল, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদফতরের উপ-  পরিচালক মানিক মিয়া।