• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আসন নিয়ে ধোঁয়াশায় ধানের শীষ প্রার্থীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন কে পাচ্ছেন এ নিয়ে ধোঁয়াশায় পরেছে দলের নেতাকর্মীরা। দুই প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাইদুর রহমান সাইদ সোহরাবকে নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিএনপি থেকে দুইজনকে মনোনয়নপত্র দেওয়ায় বিপাকে পরেছে এই দুই প্রার্থীর কর্মী সমর্থকরা। দলীয় প্রার্থী চূড়ান্ত না হওয়ায় তারা মাঠেও কাজ করতে পারছে না বলে জানিয়েছেন। তবে আবুল কালাম আজাদ সিদ্দিকী নাশকতা মামলায় জেল হাজতে থাকায় কিছুটা নিশ্চিত আছেন সাইদুর রহমান সাইদ সোহরাব ও তার নেতাকর্মীরা।

অপরদিকে দক্ষ সংগঠক হিসেবে আবুল কালাম আজাদ সিদ্দিকীকেই শেষ পর্যন্ত চূড়ান্ত মনোয়ন দেবেন বলে জানান তার অনুসারীরা।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলী আজম সিদ্দিকী জানান, পুলিশ কয়েক শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অজ্ঞাত নামায় গায়েবি ও নাশকতার মামলা দিয়েছেন। তিনি মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান বলেন, ”বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে মামলা দেওয়া হয়নি। কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরই তাদের নামে মামলা দেওয়া হয়েছে।”