• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সখীপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা আহতের ঘটনায় আটক ২

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের লাঠি পেটায় বাবা আহত হওয়ার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে ওই মেয়ের বাবা নাছির উদ্দিন বাদী হয়ে চারজনের নামে থানায় মামলা করেছেন।

উপজেলার কীত্তনখোলা উত্তর পাড়া এলাকা থেকে মোস্তফা (২৪) ও আলহাজ (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ব্যাপক তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে উপজেলার কীত্তনখোলার এলাকাবাসী।

আহত নাসির উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ভর্তি আছে। সোমবার (৪ ডিসেম্বর)  বিকেলে উপজেলার কীত্তনখোলা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোস্তফা ও আলহাজ নামের দুই যুবকসহ চারজন বখাটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনা বাড়িতে জানালে ছাত্রীর বাবা প্রতিবাদ করতে যায়। এ সময় বখাটেদের লাঠি পেটায় আহত হন ওই ছাত্রীর বাবা নাসির উদ্দিন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছে। দুজনকে আটক করা হয়েছে। বাকি দুজনকে আটকের চেষ্টা চলছে।