• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শিবালয়ে চলছে আট দিন ব্যাপি মহাযজ্ঞানুষ্ঠান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

ঐতিহ্যবাহী শিবালয় সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে ৮দিন ব্যাপি ১৪তম বাৎসরিক মহোসবের আয়োজন করা হয়েছে। এ উৎসব আগামী ডিসেম্বর নগর কীর্ত্তণ, কুঞ্জভঙ্গ, জলকেলী ও মহন্ত বিদায়ের মাধ্যমে শেষ হবে।

শিবালয় সার্বজনীন পূজা মন্দির পরিচালনা পরিষদ নেতৃবৃন্দ জানান, শ্রীমদ্ভাগত পাঠ, পাঠান্তে শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন শেষে সোমবার (৩ ডিসেম্বর) থেকে বুধবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রম্ম হরিনাম সংকীর্ত্তন, পরের দিন বৃহস্পতিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন, শুক্রবার মধ্যাহ্নে শ্রীমান মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ ও শেষ দিন শনিবার মহন্ত বিদায়ের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হবে।

শ্রী শ্রী নামামৃত অভিসিঞ্চনে পিরোজপুরের বেনী মাধব সম্প্রদায়, বাগেরহাটের ভাই-বোন সম্প্রদায়, রাজবাড়ীর শিবমন্দির সম্প্রদায়, খুলনার শোভারানী সম্প্রদায়, পিরোজপুরের জয়রাধে অষ্টসখী সম্প্রদায় ও পাবনার জয়গুরু সম্প্রদায় অংশ নিবেন।

এছাড়া, সাতক্ষীরার ছোট হরিদাস, ঢাকার রুনা দাস ও ভারত থেতে আগত কবিতা ঘোষ লীলা কীর্ত্তন পরিবেশনা করবেন।