• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

হরিরামপুরে পাঁচ মণ ভেজাল গুড় ধ্বংস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুরের মজমপাড়া গ্রামের দুই বাড়িতে ভেজাল গুড় তৈরির কারখানার পাওয়া যায়। এ সময় পাঁচ মণ গুড় জব্দ করে ধ্বংস করা হয়।  

শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকারের সহকারী পরিচাল আসাদুজ্জামান রুমেল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় বিভিন্ন অপদ্রব্য,চিনি ও পুরাতন মানহীন গুড় ব্যবহার করে খেজুরের রস ছাড়াই তৈরি করা পাঁচ মণ খেজুরের গুড় জব্দ করা হয়। পরে তা পাশ্ববর্তী ঝিটকা বাজারের গুড় পট্টিতে বিনষ্ট করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ওই দুই অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই ভেজাল গুড়ের ব্যবসা করে আসছিল।

তিনি আরও জানান, গুড় প্রস্তুতকালে গোপিনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামের হামেদ আলীর ছেলে বাচ্চু ও তার ভাই রজব আলী বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। এসময় দুজনকে পৃথক পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় গুড় তৈরির কারিগররা পালিয়ে যায়।