• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে ভাঙচুর, আহত ৩

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকায় শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় মসজিদ কমিটির তিন সদস্য আহত হন। আহতরা হলেন উপজেলার কালিয়াদহ এলাকার মৃত আলাবকসীর ছেলে বাবর আলী, একই গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে আমজাদ মিয়া এবং আমজাত আলীর বড় ভাই ছালাম মিয়া।

মসজিদ কমিটির সভাপতি আলীম উদ্দিন জানান, উপজেলার কালিয়াদহ এলাকার বাবর আলী, আমজাদ হোসেন, আলীমুদ্দিন বাদল মিয়া তাদের পৈতৃক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমি 'আল মদিনা কালিয়াদহ জামে মসজিদ'-এর নামে ওয়াকফ করে দেন। পরে এলাকাবাসী ওই স্থানে একটি টিনের ছাপরা মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করে আসছিলেন। শনিবার সকালে মসজিদ কমিটির লোকজন ওই মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে একই গ্রামের আব্দুল কাদের ওই জমি তাদের বলে দাবি করে তার দলবল নিয়ে মসজিদের বারান্দা নির্মাণে বাধা দেন।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুল কাদের তার দলবল দিয়ে মসজিদ কমিটির লোকজনের ওপর হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় বাবর আলী, আমজাদ মিয়া ও ছালাম মিয়া, বাদল মিয়াসহ তিন সদস্য আহত হন। প্রতিপক্ষের সাবলের আঘাতে আমজাদ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ ঘটনায় মসজিদ কমিটি দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করে। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এসআই) মো. আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।