• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজ জাবি শিক্ষক সমিতির নির্বাচন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে নির্বাচন শুরু হয়েছে  দুপুর দেড়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত উপাচার্যপন্থি ও বিরোধী শিবিরের শিক্ষকরা।


গতকাল নির্বাচন কমিশনার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এ কে এম আবুল কালাম বলেন, ‘এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বিভিন্ন বিভাগের মোট ৫৯৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেবেন। অপরদিকে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে আওয়ামীপন্থি শিক্ষকের একাংশ, বিএনপি ও বামপন্থি শিক্ষকরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপাচার্যপন্থি প্যানেলে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুনকে সভাপতি, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানাকে সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে প্যানেল ঘোষণা করে উপাচার্যবিরোধী শিক্ষকদের জোট ‘সম্মিলিত শিক্ষক সমাজ’।