• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

২৬ লাখ টাকা ছিনতাই ,মির্জাপুরে ৫ মাসেও রহস্য উদঘাটন হয়নি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে দিনে-দুপুরে ফাঁকা গুলি ছুড়ে প্রায় সাড়ে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ৫মাস অতিবাহিত হলেও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারও করতে পারেনি ।  স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।  


ঘটনার বিবরণে জানা যায়, গত বছর ২৫ আগস্ট মির্জাপুর সদরের বাইমহাটি এলাকার অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের অফিস থেকে সকাল ১০ টার দিকে ওই প্রতিষ্ঠানের হিসাব  কর্মকর্তা আব্দুল মতিন সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুইটি মোটরসাইকেল যোগে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে আসেন। 

পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ের পুরাতন অংশের মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছামাত্র ৪টি মোটরসাইকেল নিয়ে  ওৎ পেতে থাকা ৮জন ছিনতাইকারী ফাঁকা গুলি ছুঁড়ে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনার পরপরই পুলিশের বিভিন্ন বিভাগ টাকা উদ্ধার এবং অপরাধীদের ধরতে ব্যাপক তৎপরতা শুরু করে।


ঘটনার ৫মাস পার হলেও  এই ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তাছাড়া ঘটনার সঙ্গে জড়িত কাউকে  গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 


মির্জাপুর বাজারের ব্যবসায়ী আব্দুল ওয়াহাব বলেন টাকা ছিনতাইয়ের পাঁচ মাসেও তা উদ্ধার না হওয়ায় আমরা শঙ্কিত। আমরা ব্যবসায়ী হিসেবে প্রশাসনের নিকট নিরাপত্তা চাই।


মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী বলেন টাকা নিয়ে আমরা ব্যবসায়ীরা দিনে রাতে সব সময় চলাফেরা করি। বিভিন্ন সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তার রহস্য উদঘাটন না হওয়ায় আমরা শঙ্কিত।


মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, কয়েকদিন আগে থানায় যোগদান করেই মামলাটির দায়িত্ব পেয়েছি। ইতিমধ্যে কাজও শুরু করেছি। আশা করছি খুব শীগ্রই এর মূল জায়গায় পৌছাতে পারবো।