• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মুক্তিযোদ্ধার ছেলের দু’টি কিডনিই নষ্ট, সাহায্যের আবেদন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে ফল ব্যবসায়ী সোহেল রানা (৩৭) এর দুইটি কিডনীই নষ্ট হয়ে গেছে।  এতে তার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। 

বাবা লাল মিয়া জানান, প্রায় এক বছর আগে সোহেল রানা হঠাৎ অসুস্থ হয়। পরে তাকে হাসপাতালে পরীক্ষা করানো হয়। এতে তার কিডনিতে সমস্যা ধরা  পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী  সে ওষুধ খায়।

কিন্তু সুস্থ না হওয়াতে ঢাকার একটি বেসরকারি হাস্পাতালে পরীক্ষা করলে তার দু’টি কিডনীই নষ্ট হয়েছে বলে জানতে পারে। চিকিৎসক তার একটি কিডনী প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।

একই সঙ্গে শরীরে প্রতি সপ্তাহে একবার ডায়ালাইসিস করাতে বলেছেন। কিডনী প্রতিস্থাপনে প্রায় ১০ লাখ টাকা দরকার। আর ডায়ালাইসিস করতে প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার টাকা প্রয়োজন। 

কিন্তু এতো টাকা জোগাড় করা দরিদ্র ওই মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভব নয়। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের হৃদয়বান ব্যাক্তিবর্গের কাছে সাহায্যের আবেদন করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নম্বর ৬০১৭০২৬০০০৭৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। বিকাশ নম্বর : ০১৮১৮৬৪৮৮৬৩