• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ধামরাইয়ে পোশাক কারখানার ম্যানেজারকে মারপিট হাসপাতালে ভর্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

ধামরাইয়ে যুমার ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরী কারখানার কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে ম্যানেজারকে মারপিট করেছে  শ্রমিকরা। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  রবিবার সকালে। 

কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, উপজেলার সানোড়া ইউনিয়নের আলোকদিয়া এলাকায় ‘যুমার ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক তৈরী কারখানা থেকে ছাঁটাই করা কয়েক শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে কারখানার কোয়ালিটি ম্যানেজার সাগর হোসেনকে  রবিবার সকালে বেধড়ক মারপিট করে আহত করেছে কয়েক শ্রমিক। 

এতে সাগর মাটিতে লুটিয়ে পড়ে। তার মাথা ও পায়ে রক্তাক্ত জখম করে। তাকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সোহরাওয়ার্দী  হাসপাতালে স্থানান্তর করা হয়।

 এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শ্রমিক জানান, এ কারখানায় দুই-তিন মাস কাজ করার পর অযথা শ্রমিক ছাঁটাই করে পারিশ্রমিক ছাড়াই। 


এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, অযথা কোন শ্রমিককে ছাঁটাই করা হয়নি। এমনকি কর্মকর্তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। 

ধামরাই থানার এস আই রফিকুল ইসলাম লিটন জানান, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।