• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জে বালিরটেক সেতুর উদ্বোধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর উপর ৪৭ কোটি ১৭ লক্ষ ৪১ হাজার ২০৪ টাকা ব্যয়ে বালিরটেক সেতুর উদ্বোধন হয়েছে। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দুপুরে সেতুর পাড়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম। এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, অতিরিক্ত প্রকৌশলী মো: মুসলে উদ্দীন, প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৯ নভেম্বর মাসে শেষ হয়। সেতুটি উদ্বোধন হওয়ার পর পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেতুটি উদ্বোধন হওয়াতে দক্ষিণ মানিকগঞ্জে যোগাযোগের এক বিশাল দাড় উন্মেচিত হলো। এখন থেকে সরসারি হরিরামপুর উপজেলার মানুষজন সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন।


এ সময় এমপি মমতাজ বেগম বলেছেন, বেগম খালেদা জিয়া প্রধান মন্ত্রী থাকাকালিন সময়ে তিন মাসের মধ্যে বালিরটেক কালিগঙ্গা নদীর উপর ব্রীজ র্নিমাণ করে দেওয়ার কথা বলেছিলেন। বিএনপি পাঁচ বছরে ও তা করতে পারেন নাই। বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা তা করে দিয়েছেন। পুরণ করে দিয়েছেন দক্ষিণ মানিকগঞ্জবাসির দীর্ঘদিনের স্বপ্ন।