• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ডাকাতি হওয়া ওষুধের কাঁচামাল উদ্ধার, আটক ৫

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মার ডাকাতি হওয়া ৩ কোটি টাকার ওষুধের কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর মজুমদার জানান, গত ১৪ জানুয়ারি রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া মোড় থেকে স্কয়ার ফার্মা ঢাকা ইউনিটের ওষুধের কাঁচামালবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাই হয়। কাভার্ড ভ্যানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৯টি ড্রামবোঝাই করে ৩ কোটি টাকার অধিক মূল্যের ওষুধ তৈরির কাঁচামাল নিয়ে নিজেদের প্ল্যান্টে ফিরছিল।

খাড়াজোড়া এলাকায় পৌঁছলে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে আসা ১০-১২ জন ডাকাত পথরোধ করে কাভার্ড ভ্যানটিকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তারা রাতেই গাড়িটির চালক ও তার সহকারীকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় ফেলে রেখে যায়। পরদিন খালি কাভার্ড ভ্যান আশুলিয়া এলাকার থেকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ১৫ জানুয়ারি কালিয়াকৈর থানায় মামলা করা হলে পুলিশ গতকাল সোমবার ভোরে ওষুধের কাঁচামালসহ পাঁচ ব্যক্তিকে আটক করে। স্কয়ার ফার্মার মানবসম্পদ বিভাগের নির্বাহী মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, এখনো ৬০ ড্রাম ওষুধের কাঁচামালের হদিস পাওয়া যাচ্ছে না। উদ্ধার করা ওষুধের কাঁচামালের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।