• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে প্রচারণায় নৌকা এগিয়ে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

মানিকগঞ্জ-১ আসনে বর্তমান সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় নেতা-কর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক নির্বাচন থেকে সরে গিয়ে দুর্জয়কে সমর্থন করেন।

বিএনপি আইনি জটিলতায় ভালোভাবে মাঠে নামতে পারেনি। ডাবলু-জিন্নাহ নাটকীয়তা শেষ হওয়ার আগেই গতকাল জিন্নাহ হাজিরা দিতে আদালতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠায়। মানিকগঞ্জ-২ আসনে  বর্তমান সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম গানে গানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে মহাজোটের শরিক দলের আরও দুজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। এরা হলেন এস এম আবদুল মান্নান (লাঙ্গল প্রতীক), আরেকজন  গোলাম সারোয়ার মিলন (বিকল্পধারা- কুলা প্রতীক) এ আসনেই একমাত্র বিএনপি প্রার্থীর প্রচারণা রয়েছে। সাবেক সংসদ সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক  মঈনুল ইসলাম খান শান্ত ধানের শীষ  প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

মানিকগঞ্জ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন খুব ভালো অবস্থানে আছেন। গণফোরামের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খানও কামাল নির্বচনী মাঠে রয়েছেন।