• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে মামলা ; গ্রেফতার-১৫

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

আশুলিয়ায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে ৯১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় রাতেই বিএনপি নেতাকর্মীসহ ১৫জনকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার(২৪ ডিসেম্বর) রাতে আশুলিয়া থানায় মো: হোসেন নামের এক ভোক্তভোগী মামলাটি দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার দূর্গাপুর এলাকার মৃত. ফজলুল হকের ছেলে মোক্তার হোসেন (৩৫), দোসাইদ এলাকার হাজী মো: শফিউদ্দিন এর ছেলে মো: তাজুল ইসলাম (২৮), একই এলাকার মো: ফরহাদ (২৮), চিত্রশাইল এলাকার জাহিদ (৩০), পল্লীবিদ্যুৎ এলকার মো: মাসুদ হাওলাদার (২৮), পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার মো: হারুনুর রশিদ (২৪), আরিফ হোসেন, তোফাজ্জল হোসেন, আলা উদ্দিন, মতিউর রহমান, সাইদুর সরকার, আব্দুর রহমান, শামীম হোসেন, মহি উদ্দিন এবং মো: সাহেব আলী।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. রিজাউল হক দিপু জানান, গতকাল রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে মো. হোসেন নামের এক ভোক্তভোগী বাদী হয়ে মামলাটি করেন। পরে ওই মামলার ভিত্তিতে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।