• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

জাহাঙ্গীর বাহিনী`র বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমারজানি গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনে তাদের কবল থেকে নিরীহ এলাকাবাসীকে রক্ষার দাবি জানিয়েছেন কয়েকটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই সঙ্গে এই বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

সোমবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইব্রাহিম মিয়া। এতে আরও উপস্থিত ছিলেন- মো. আলমগীর, মোখলেছুর রহমান ও জাহাঙ্গীর আলম।

লিখিত বক্তব্যে ইব্রাহিম মিয়া বলেন, সাংবাদিক নামধারী জাহাঙ্গীর হোসেন ও তার বাহিনীর হাতে তিনি (ইব্রাহিম মিয়া) ও তার পরিবারসহ এলাকাবাসী দীর্ঘদিন ধরে জিম্মি। মানুষকে অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে চাঁদা আদায়, জমি জবরদখল, প্রহসনমূলক বিচারের নামে টাকা আদায়, আদম ব্যবসা ও অবৈধ গ্যাস সংযোগের নামে নিরীহ লোকজনকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে জাহাঙ্গীর বাহিনী।

তিনি অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও অদৃশ্য কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এই বাহিনীর সদস্যরা বিএনপির শাসনামলে সক্রিয় থাকলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুখোশ পাল্টে সরকারি দলের নাম ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এতে এলাকায় সরকারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হচ্ছে। এই অবস্থায় জাহাঙ্গীর ও তার বাহিনীর কবল থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ইব্রাহিম মিয়া।