• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

‘অপচয় রোধ হলে বিদ্যুৎ বিদেশে রপ্তানি সম্ভব’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০  

বিদ্যুৎ অপচয় রোধ করলে এক সময় দেশের চাহিদা মিটিয়ে বিদ্যুৎ বিদেশে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি। 

সোমবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়ায় বিদ্যুৎ উপ-কেন্দ্র ও সাব-জোনাল অফিসের উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিদ্যুতের অপচয় রোধে দেশের মানুষকে আহবান জানান তিনি। 

এতে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো: আব্দুল রশিদ মৃধা,পল্লী বিদ্যুতের সভাপতি আলী হায়দার। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এতে বিশেষ অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলার চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা বলেন, দৌলতপুরবাসীর জন্য আজ খুশি দিন ও আনন্দের দিন উল্লেখ্য করে, দৌলতপুরে ২০ মেগাওয়ার্ড  ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ উপকেন্দ্র ও জোনার অফিস করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আব্দুল রশিদ মৃধা বলেন, এর আগে মানিকগঞ্জে ২৬ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধায় ছিল। এখন শত ভাগ বিদ্যুতের সুবিধা হয়েছে। এছাড়াও মানিকগঞ্জের চরাঞ্চলের শত ভাগ সুবিধার আওতায় আনতে সাব মেরিনের মাধ্যমে কাজ হচ্ছে। আগামী ডিসেম্বর মাসেও তা শত ভাগ চরাঞ্চলের মানুষ বিদ্যুতের আওতায় আসবে।