• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে বাস-লেগুনা সংঘর্ষে বৃদ্ধা নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১  

 ঢাকার ধামরাই উপজেলার কচমচ এলাকায় বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে কমলা বেগম (৬০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন। রোববার  সন্ধ্যার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত কমলা ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের দত্ত নালাই গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। তিনি গ্রামের বাড়ি থেকে ধামরাইয়ে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।  

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে কমলা বেগম কাওয়ালীপাড়া থেকে লেগুনায় করে মেয়ের বাড়ি ধামরাই আসছিলেন। পথে ধামরাই পৌর শহরের ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় এলে ঢাকা থেকে আরিচাগামী দ্রুতি পরিবহনের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কমলা বেগম। তাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পরির্দশক (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, নিহতের বৃদ্ধা কমলা বেগমের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।